শিল্প-বানিজ্য

গ্যাস সংকটের কারণে সার কারখানা উৎপাদন বন্ধ ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্ক: গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সাময়িকভাবে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) রাত থেকে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, গ্যাস না পাওয়ার কারণে কারখানার সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে তখনই কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি বন্ধ ছিল। গত রোববার (১৭ জুলাই) রাতে কারখানা চালু করা হয়েছিল। দুই দিন না যেতেই এবার গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ করা হলো। কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে সম্পূর্ণ উৎপাদনের জন্য প্রতিদিন ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

এর মধ্যে কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেড থেকে দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

সার উৎপাদন বন্ধ থাকলে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে জানায় কারখানা সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, কারখানায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা যায়। সর্বশেষ প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন সার উৎপাদন হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close