দেশজুড়েপ্রধান শিরোনাম

ঘন কুয়াশার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি মাসের মাঝামাঝি থেকেই সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা, তীব্রতর হতে শুরু করেছে শীত। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের আভাস দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close