দেশজুড়ে

চলন্ত বাসে নার্সকে ধর্ষণ ও হত্যা; চালকের স্বীকারোক্তি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক বাস চালক নুরুজ্জামান।

আজ রবিবার (১২ মে) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আল মামুনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নুরুজ্জামান।

এর আগে বুধবার স্বর্ণলতা বাসের চালক আসামি নুরুজ্জামান, হেলপার লালনসহ ৫ জনকে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সোমবার রাতে বাজিতপুর থেকে শাহিনূর আক্তার তানিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানায়, ঢাকার ইবনে সিনা মেডিকেলে নার্স হিসেবে কর্মরত ছিলেন তানিয়া। পরিবারের সাথে প্রথম রোজা করতে সোমবার ঢাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে কটিয়াদী’র গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। স্বজনদের অভিযোগ, পথে চালকসহ কয়েকজন তানিয়াকে ধর্ষণের পর হত্যা করে।

Related Articles

Leave a Reply

Close
Close