বিনোদন

চলে গেলেন গেম অব থ্রোনসের তারকা অভিনেত্রী ডায়ানা রিগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলে গেলেন গেম অব থ্রোনসের তারকা অভিনেত্রী ডায়ানা রিগ। ৮২ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন ডায়ানা।

ডায়ানার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার পরিবার। জানা গেছে মার্চের আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে কি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তা এখনো জানায়নি তার পরিবার।

আইকনিক এই অভিনেত্রী গেম অব থ্রোনস, দ্য অ্যাভেঞ্জারস এবং জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করে সবথেকে বেশি পরিচিতি লাভ করেছিলেন।১৯৫৭ সালে দ্য ককেসিয়ান চক সার্কেল দিয়ে রিগের পেশাদার মঞ্চ অভিনয় জীবন শুরু হয়।

তিনি ১৯৫৯ সালে রয়্যাল শেকসপিয়ার কোম্পানিতে যোগদান করেন। ১৯৭১ সালে আবেলার্ড অ্যান্ড হেলোইস মঞ্চনাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়। তিনি আ মিডসামার নাইটস ড্রিম (১৯৬৮) ছবিতে হেলেনা, অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস (১৯৬৯) ছবিতে জেমস বন্ডের স্ত্রী কাউন্টেস টেরেসা দি ভিসেঞ্জো, দ্য গ্রেট মাপেট কেপার (১৯৮১) ছবিতে লেডি হলিডে এবং ইভল আন্ডার দ্য সান (১৯৮২) ছবিতে আর্লেনা মার্শাল চরিত্রে অভিনয় করেন।

তার অভিনীত টেলিভিশন নাটকগুলো হল ইউ, মি অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপ্স (২০১৫), ডিটেক্টোরিস্টস (২০১৫) ও ডক্টর হু (২০১৩)।

উল্লেখ্য, তিনি একমাত্র অভিনেত্রী যিনি বিখ্যাত বন্ড সিরিজে মিসেস জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close