দেশজুড়ে

চাঁদের গাড়ি খাদে পড়ে ২ পর্যটক নিহত, আহত ১০

ঢাকা অর্থনীতি ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার সড়কে চাঁদের গাড়ী খাদে পড়ে দু’জন পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

শনিবার (২০ জানুয়ারি) সকালে কেওক্রাডং থেকে বগালেকে আসার পথে দার্জিলিং পাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ থেকে ১২ জনের একটি দল চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন শেষে আজ সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই পর্যটক মারা যায়। আহত হয় আরও ১০ জন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

রুমা থানার ওসি বলেন, এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close