আমদানি-রপ্তানীদেশজুড়ে

চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে কড়া নজরদারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোরবানির পশুর চামড়া যেন ভারতে পাচার না হয় সেজন্য যশোরের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চামড়া পাচারের কোনও চেষ্টায় সফল হতে দেওয়া হবে না বলে বিজিবির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার (১১ আগস্ট) সকালে বেনাপোলের পুটখালি, দৌলতপুর অগ্রভুলটসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্ত জুড়ে টহল বাড়ানো হয়েছে। বাইনোকুলার দিয়ে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, তারা চামড়া পাচার প্রতিরোধে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছেন তারা। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close