দেশজুড়েপ্রধান শিরোনাম

চার জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পর্বতমালার পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। এমন অবস্থায় বায়ুপ্রবাহের কিছুটা পরির্বতনের প্রভাবে বাংলাদেশের সিলেটসহ বিভাগের চার জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান অবস্থা সামান্য পরিবর্তনের ইঙ্গিত দেয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Close
Close