দেশজুড়ে

চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে নাজমুল ইসলামকে (২০) ছুরিকাঘাত করে তার মোটরসাইকেলটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাজমুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাহাপুর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে।

নাজমুল লক্ষীকুণ্ডা ইউনিয়নের পাকুড়িয়া সাহাপাড়া গ্রামের আনছার আলীর ছেলে।

আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল মোটরসাইকেলে করে রূপপুর মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। সাহাপুর পাঠশালা মোড় এলাকায় দুজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় নাজমুল মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে। এরপর নাজমুল মাটিতে পড়ে যায়। তখন তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ছুরির আঘাতে নাজমুলের গলায় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। বেশ রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close