প্রধান শিরোনামবিশ্বজুড়ে

চীনের বাইরেও ভয়ংকর হচ্ছে করোনা ভাইরাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা চীনে তুলনামূলক কমলেও দেশটির বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সংক্রমণের দিক থেকে এক দিনের হিসাবে চীনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ কোরিয়া। গেল ২৪ ঘণ্টায় চীন যেখানে নতুন ৪২৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৯৪।

অন্যদিকে গেল ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যুর তথ্য দিলেও চীনের বাইরে ক্রমশও বাড়ছে মৃত্যুর মিছিল।

এদিকে শুধুমাত্র ইরানেই ২১০ জন এ ভাইরাসে মারা গেছেন বলে তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইরান কর্তৃপক্ষ এ তথ্য অস্বীকার করে বলছে, তাদের মৃত্যুর সংখ্যা বেড়েছে ঠিকই কিন্তু তা ২১০ নয়, এই সংখ্যা ৩৮।

অন্যদিকে ইতালিতেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলোর দেয়া তথ্যানুযায়ী, এ ভাইরাসে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ২ হাজার ৯২৩ জন। এরমধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ২৫১ জন, মারা গেছেন ২ হাজার ৮৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩১, মৃতের সংখ্যা ১৬। ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮৮৮ এবং মৃতের সংখ্যা ২১। ইরানে আক্রান্তের সংখ্যা ৩৮৮ এবং মৃতের সংখ্যা ৩৪ জন।

Related Articles

Leave a Reply

Close
Close