খেলাধুলাদেশজুড়ে

চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ১৪ ম্যাচের প্রতিপক্ষ ও সূচি

ঢাকা অর্থনীতি ডেস্ক: আগামী ১ আগস্ট থেকে অ্যাশেজ সিরিজ দিয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যেখানে র‍্যাঙ্কিংয়ের ৯টি দল দুই বছরে হোম ও অ্যাওয়ে টেস্ট খেলে দুই বছর পর টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সেখান থেকে নির্ধারণ হবে টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়ন দল।

র‍্যাঙ্কিংয়ে সবার পেছনে ৯-এ থাকা বাংলাদেশও অংশগ্রহণ করছে এই মর্যাদার আসরে। যেখানে মোট ১৪টি টেস্ট খেলবে টাইগাররা। ৭টি টেস্ট খেলবে ঘরের মাঠে আর বাকি ৭টি টেস্ট খেলবে প্রতিপক্ষের মাঠে।

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর প্রতিপক্ষ ও সময়সূচি।

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হবে চলতি বছর অ্যাওয়ে সিরিজ দিয়ে। যেখানে টাইগারদের শক্ত প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। সে সফরে ২টি টেস্ট ম্যাচ খেলবে মুশফিকরা। এরপর এ বছর আর কোনো টেস্ট সিরিজ নেই বাংলাদেশের।

পরবর্তী সিরিজ ২০২০ সালে। সে বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ (২ টেস্ট) খেলতে যাবে টাইগাররা। এরপর সেই মাসেরই শেষের দিকে দীর্ঘদিন পর আবারো অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে আতিথেয়তা দিবে বাংলাদেশ। তাদের বিপক্ষে খেলবে ২টি টেস্ট। সে বছরই জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে সাকিবরা।

শ্রীলঙ্কা সফর শেষে একই বছর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচটিও ঘরের মাঠেই খেলবে বাংলাদেশ। ২০২১ সালের প্রথম মাসেই উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন।

চলতি বছরের ১ আগস্ট থেকে শুরু হয়ে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এরপর সে বছর মে মাসে ঐতিহাসিক লর্ডসে হবে শীর্ষ দুই দলের ফাইনাল ম্যাচ।
/এ কে

Related Articles

Leave a Reply

Close
Close