দেশজুড়ে

ছাগল চুরির অভিযোগে নির্যাতন, আ’লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: নারায়ণগঞ্জ ফতুল্লায় দুই যুবককে ছাগল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে এনে স্থানীয় আওয়ামীলীগ নেতার বাড়িতে আটকে রেখে লাঠি দিয়ে পেটানোর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘরের ভিতর তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয়। (০১লা জানুয়ারি) এ বর্বর নির্যাতনের ঘটনার ১০ দিন পর ভুক্তভোগী নাঈমের মা নাজমা বেগম বাদি হয়ে কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, ছাগল চুরির মামলায় নাঈম ও রাতুলকে স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাদের উপর বর্বর নির্যাতনের ঘটনাটি পুলিশের জানা ছিলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

নাঈমের মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, গত (১লা জানুয়ারি) ফতুল্লার কুতুবপুরে নিশ্চিন্তপুর এলাকার শফিকুল ইসলামের বাড়ি থেকে দুটি ছাগল চুরি যায়। বাড়ির মালিক শফিকুল ইসলাম দুই যুবক নাঈম ও রাতুলকে সন্দেহ করে। বিষয়টি শফিকুল স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারকে জানায়। আলাউদ্দিন হাওলাদার লোক পাঠিয়ে রাতুল ও নাঈমকে তার বাড়ি থেকে ঢেকে এনে বিচার সালিসের নামে রুহুল বাহিনীর সদস্য জাহিদ, ইউনুস, কাদিরসহ কয়েকজন মিলে কাঠের রোল ও লাঠি দিয়ে বেধড়ক হাতে পায়ে ও পায়ের পাতায় উরুতে নির্যাতন চালায়। ওই সময় সালিশে উপস্থিত কেউ একজন নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করেন। গত (৯ জানুয়ারি) এ নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাঈমের মা সেটি জানতে পেরে ফতুল্লা থানায় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাওলাদার ও তার নির্যাতনকারী ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

অভিযুক্ত কুতুবপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বার সদস্য আলাউদ্দিন হওলাদার তার নিজ বাড়িতে নির্যাতনের কথা স্বীকার করে বলেন, তিন ঘণ্টা নয় দশ লাঠি দিয়ে তাদের কয়েকটি বাড়ি দেয়া হয়েছে। দুইজনই ছাগল চুরির কথা স্বীকার করেছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয় এবং পুলিশ মুন্সিগঞ্জ থেকে ছাগল দুটি উদ্ধার করেছে। তবে আমি কাউকে নির্যাতন করিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close