দেশজুড়ে

সর্বক্ষেত্রে বাবার পাশে মায়ের নাম ব্যবহারে হাইকোর্টের রুল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০০০ সালে করা প্রজ্ঞাপন অনুসারে ব্যক্তির পরিচিতির ক্ষেত্রে বাবার নামের পাশে মায়ের নাম উল্লেখ রাখা কার্যকর করতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ মে) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুরাইয়া বেগম।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০০০ সালের ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে বাংলাদেশে সন্তানের পরিচিতির ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি বাধ্যতামূলকভাবে মায়ের নামও উল্লেখ থাকতে হবে।

সুরাইয়া বেগম সংবাদমাধ্যমে বলেন, প্রজ্ঞাপন অনুসারে ব্যক্তির পরিচিতির ক্ষেত্রে মায়ের নামও উল্লেখ রাখা ২০০০ সাল থেকে হচ্ছে। কিন্তু বিচারিক কাগজপত্র ও নথিপত্রে শুধু বাবার নাম ব্যবহার হয়ে আসছে। এজন্য বিচারিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বিধানটা কার্যকরের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close