করোনাদেশজুড়ে

ত্রাণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান অফিস ঘেরাও

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ত্রাণবঞ্চিতরা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার ৯ নম্বর নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রিকশা শ্রমিক, রাজমিস্ত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে ত্রাণ সহায়তার জন্য তালিকায় বিত্তবানদের নাম থাকলেও ঠাঁই হয়নি গরিবদের। ত্রাণের নামে বার বার আইডি কার্ড নিলেও এই ইউনিয়নের জন্য প্রকৃত পক্ষে যারা গরিব তাদের অধিকাংশই সরকারের ত্রাণসুবিধা থেকে বঞ্চিত। এ কারণে নিম্ন আয়ের মানুষ পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিক্ষুব্ধরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, খবর পেয়ে ওই গ্রাম পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close