দেশজুড়ে

ছয় কোটি টাকার সাপের বিষসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: হবিগঞ্জে ছয় কোটি টাকা মূল্যের প্রায় ৯ কেজি সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তারের পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করে র‍্যাব। একই দিন বিকালে তাদের আদালতে তোলা হয়।
র‍্যাব-৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ ক্যাম্পের একটি দল রোববার (১১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আটঘরিয়া গ্রামে জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাপের বিষসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলাউদ্দিন।

র‍্যাব জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি জারের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি গাইড বই, ১টি গাইডলাইন ডিভিডি, সাপের বিষের নমুনা প্যাকসহ বেশ কিছু সরঞ্জাম।

Related Articles

Leave a Reply

Close
Close