বিশ্বজুড়ে

জাপানে বিমানবন্দরগুলোতে মুখমণ্ডল শনাক্তকরণ যন্ত্র!

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপান ত্যাগকারী বিদেশী নাগরিকদের জন্যও দেশের বিমানবন্দরগুলোতে মুখমণ্ডল শনাক্তকরণের জন্য একটি যন্ত্রের ব্যবহার সম্প্রসারণ করতে যাচ্ছেন।  এমন তথ্যই জানান, জাপানের অভিবাসন কর্মকর্তারা।

এই ব্যবস্থায়, তাৎক্ষণিক একটি ছবি ধারণ করে পর্যটকের পাসপোর্টে সংযুক্ত ছবির উপাত্ত তুলনা করা হয়।

জাপানে বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলায় কর্তৃপক্ষ, আগামী মাসের শেষ নাগাদ থেকে জাপান ত্যাগকারী বিদেশী নাগরিকদের জন্য এই স্বয়ংক্রিয় গেইট প্রবর্তনের পরিকল্পনা করছে।

অভিবাসন কর্মকর্তারা, এই ব্যবস্থা প্রবর্তনের ফলে দক্ষতার উন্নয়নের পাশাপাশি আসন্ন ২০২০ অলিম্পিক প্যারালিম্পিক ক্রীড়া উপলক্ষে জাপানে আগত পর্যটকদের সামাল দিতে আরও কর্মী মোতায়েন করা সম্ভব হবে বলে আশাবাদ পোষণ করছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে এই ব্যবস্থা প্রবর্তনের পর থেকে টোকিওর হানেদা বিমানবন্দর এবং টোকিওর অদূরে অবস্থিত নারিতা বিমানবন্দরে বিদেশ অভিমুখী এবং বিদেশ থেকে ফিরে আসা জাপানী নাগরিকদের জন্য এই ব্যবস্থা ব্যবহার করে আসা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close