প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ

জাবিতে গভীর রাতে ঢাবি শিক্ষার্থী ও পাঁচ তরুণীসহ ১০ বহিরাগত আটক

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্তে পাঁচ তরুণীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাদের সঙ্গে জাবির ৪৫ ব্যাচের দর্শন বিভাগের ফাহিম মোকারম ছিলেন বলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানিয়েছেন।

প্রক্টর বলেন, ‘সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলে মেয়ে একত্রে গান বাজনা করছে জানতে পেরে সেখানে যাই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে ৫ জন তরুণী ছিলেন।’

তিনি আরও জানান, ‘ফাহিম মোকাররম আমাদের দেখে প্রথমে চলে যায়। পরে আবার এসে আটকরা তার অতিথি বলে দাবি করে। তরুণীদের তাদের অভিভাবকের কাছে ফোন দিতে বলি। কিন্তু তারা অস্বীকৃতি জানায়।’

আটকদের মধ্যে একজন এর আগেও একবার নেশাগ্রস্ত অবস্থায় প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েছিলেন বলে জানান প্রক্টর।

এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আটকদের অভিভাবকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় অভিভাবক অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করা যায়, আটকরা ম্যাসেঞ্জারে অভিভাবক সাজানোর জন্য কয়েকজনকে অনুরোধ করছে। এসব সাজানো অভিভাবকদের সঙ্গে কথা বলেই তারা প্রক্টরিয়াল বডির কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছেন।

আটককৃতদের প্রক্টরিয়াল বডি সিকিউরিটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close