প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

জাবিতে চলমান তিন দফা আন্দোলন, শনিবার আলোচনায় বসছে উভয়পক্ষ

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের এক পক্ষের প্রশাসনিক ভবন অবরোধের আজ তৃতীয় দিন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তৃতীয় দিনের মতো অবরোধ শুরু করেন তারা। টানা তৃতীয় দিনের অবরোধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে।

বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর) রাতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকৃত শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন জানান, আমরা সকলে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি শনিবার(০৭ সেপ্টেম্বর) তিন দফা দাবি নিয়ে আমরা প্রশাসনের সাথে আলোচনায় বসবো। আলোচনা ফলপ্রসূ হোক বা না হোক পরবর্তী কর্মসূচি আমরা আলোচনার পর জানাবো।

আলোচনায় বসতে যাচ্ছেন বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা শনিবার(০৭ সেপ্টেম্বর) সকাল দশটায় আলোচনায় বসতে যাচ্ছি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করেছি। সকলের মতামত অনুযায়ী আমরা শনিবার দিন প্রশাসনের সাথে আলোচনায় বসতে যাচ্ছি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close