শিক্ষা-সাহিত্য

জাবিতে শীতকালীন ছুটি থাকছে না

ঢাকা অর্থনীতি ডেস্ক: মহামারি করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এক সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য রাশেদা আখতার বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে ছিল, এ ক্ষতি পুষিয়ে নিতেই শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

তিনি আরও বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট আসার কারণে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। এক্ষেত্রে নতুন করে পড়াশোনার যে ধারাটা শুরু হয়েছে তা যেন বাধাগ্রস্ত না হয় সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শীতকালীন ছুটি বাতিল ও সাপ্তাহিক ছুটি একদিন করার জন্য দাবি করা হয়েছিল।

করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর গত ২১ অক্টোবর থেকে জাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Close
Close