প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

জাবিতে ২ দিন কর্মসূচী বিরতি আন্দোলনকারীদের

ঢাকা অর্থনীতি ডেস্ক: দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে আগামী ১০ ও ১১ নভেম্বর ২দিন আন্দোলন কর্মসূচি বিরতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনকারীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুখপাত্র অধ্যাপক রাইয়ান রাইন।

এসময় আন্দোলনকারীরা অভিযোগের তথ্য উপাত্ত কালক্ষেপণ করে জমা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া জানান। তারা দাবি করেন, শিক্ষামন্ত্রীর কাছে ৮ তারিখের মধ্যে অভিযোগের তথ্য উপাত্ত জমা দেয়ার কথা ছিল। সেই অনুযায়ী গতকাল রাত ১২টার আগেই জমা দেয়া হলেও শিক্ষা মন্ত্রী দেশের বাহিরে থাকায় উপমন্ত্রী সময় বেধে দেয়ার বিষয়ে অবগত ছিলেন না। তারা আরও দাবি করেন শিক্ষা উপমন্ত্রী তাদের অভিযোগের তথ্য উপাত্ত পড়ে দেখেননি। গত ৭ তারিখে ভিসির বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের অর্থের যোগান নিয়ে উপ মন্ত্রীর প্রশ্নের বিষয়ে আন্দোলনকারীরা বলেন, তারা শুধু ওই দিনের কনসার্টই নয় আন্দোলনের প্রতিটি কর্মসূচিই নিজেদের মধ্য গণ চাঁদা তুলে পালন করেন।

সংবাদ সম্মেলনে আগামী ১২ তারিখ সকালে পটচিত্র প্রদর্শনী, বিকালে সংহতি সমাবেশ ও সন্ধায় পথ নাটক এবং ১৩ তারিখ সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এর আগে বিকেলে আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কিছুক্ষন অবস্থান নিয়ে আবারো কলা ভবনে এসে শেষ করে আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Close
Close