শিক্ষা-সাহিত্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা অর্থনীতি ডেস্ক: আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিট দিয়ে শুরু হওয়া এ ভর্তিযুদ্ধ চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া ‘এ’ ইউনিটের পরীক্ষা ছয়টি শিফটে চলবে বিকাল ৫টা ৪০ পর্যন্ত। এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে রোভার স্কাউট সদস্য, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এছাড়া, ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে থাকবেন।

এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০৭ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close