দেশজুড়েপ্রধান শিরোনাম

জি কে শামীমের জামিন বাতিল করেছেন হাইকোর্ট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অস্ত্র মামলায় জি কে শামীমের গোপন জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা বাতিল করেছেন হাইকোর্ট।

অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন বাতিল চেয়ে রবিবার(৮ মার্চ) হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তার জামিন সংক্রান্ত সকল নথি তলব করেন প্রধান বিচারপতি।

এর আগে শনিবার(৭ মার্চ) জানা যায়, কঠোর গোপনীয়তায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র ও মাদক মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গত ৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৬ মাসের আগাম জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ই ফেব্রুয়ারি। তবে জামিনের বিষয়ে জানা নেই বলে দাবি করেছিল রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২০শে সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিস থেকে ৬ দেহরক্ষী ও বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close