দেশজুড়ে

টাঙ্গাইলে শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান: বিআরটিএ’র

নিজস্ব প্রতিবেদক: ”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন। এ উপলক্ষে সরকারের সেবা সমূহ সাধারন জনগনের দোরগোড়ায় পৌছে দিতে টাঙ্গাইল বিআরটিএ অভিনব উদ্যোগ গ্রহন করেছে। শনিবার (১১ই জানুয়ারী) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রাঙ্গনে দিন ব্যাপী শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কর্তৃপক্ষ্য জানিয়েছেন, এতে এক হাজারের বেশি শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আবু নাঈম, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন,ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমানসহ ইউনুছ আলী প্রমূখ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close