বিশ্বজুড়ে

টিকটক তারকাকে গুলি করে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে মোহিত মোর নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে মোহিতের প্রায় ৫ লাখ ফলোয়ার ছিল।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৫টার দিকে দিল্লির পাশে নাজাফগড় নামক একটি স্থানে তাকে হত্যা করা হয়। এসময় তাকে লক্ষ্য করে তিনজন অজ্ঞাত পরিচয়ধারী গুলি চালায়।

তবে স্থানীয় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, ঘটনাস্থলে নিহত ওই তরুণকে লক্ষ্য করে ১৩টি গুলি চালানো হয়। দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে বন্দুকধারীদের গুলি করে বের হয়ে যাওয়ার দৃশ্য ধারণ হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মোহিত মোর যখন তার বন্ধুর সঙ্গে গল্প করছিলেন তখন তিনজন অস্ত্রধারী ব্যক্তি দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে ১৩টি গুলি চালায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ওই হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার পেছনে বড় ধরনের নাশকতা সৃষ্টিকারী গোষ্ঠী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close