করোনাদেশজুড়ে

টিকা স্বল্পতায় কাল থেকে বন্ধ হচ্ছে মডার্নার প্রথম ডোজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: টিকা স্বল্পতায় আগামিকাল বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সব সিটি করপোরেশনে বন্ধ মডার্নার টিকার প্রথম ডোজ। তবে, জেলা উপজেলায় চালু থাকবে সিনোফার্ম।

স্বাস্থ্যবিভাগ জানায়, দেশে বর্তমানে টিকার মজুদ আছে ৭০ লাখের কিছু বেশি। কিন্তু টিকার অপেক্ষায় নিবন্ধিত এক কোটি ৩৫ লাখ মানুষ।

বৃহস্পতিবার থেকে সারা দেশে মডার্নার প্রথম ডোজ বন্ধ। শুরু হবে দ্বিতীয় ডোজের প্রয়োগ। আর সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে রোববার থেকে। বৃহস্পতিবার থেকে প্রথম ডোজ হিসেবে থাকছে শুধু সিনোফার্মের টিকা।

মঙ্গলবার সন্ধ্যায় দেশে এসেছে সিনোফার্মের ১৭ লাখ টিকা। এ মাসে আসবে আরও ৭৭ লাখ। আর আগামী মাসে আসতে পারে আরও এক কোটির বেশি। নতুন টিকা এলে জোরদার হবে কর্মসূচি, বলছে স্বাস্থ্য বিভাগ।

দেশে এ পর্যন্ত এসেছে অক্সফোর্ড, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের দুই কোটি ৭৩ লাখ ডোজ টিকা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা দেয়া হয়েছে দুই কোটির কিছু কম। এতে সরকারের হাতে টিকা আছে ৭০ লাখ ডোজের কিছু বেশি।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close