দেশজুড়েপ্রধান শিরোনাম

টেকনাফে বিজিবির অভিযানে ২ ইয়াবা কারবারি নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দু’জন ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন।

ওই বার্তায় জানানো হয়, টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জন ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

এ ব্যাপারে দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বিজিবি।

লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে- এমন খবর পেয়ে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close