দেশজুড়েপ্রধান শিরোনাম

টেকনাফে মাদক কারবারীদের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় মাদক কারবারীদের দুই গ্রুপের গোলাগুলিতে চারজন মাদক কারবারী নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।

এই সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোঃ ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী এলাকার আব্দুল মালেক ছেলে আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ নাছির (২৩), পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪)।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত চারটার দিকে টেকনাফ হোয়াইক্যং এর পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় দুই দল মাদক কারবারীদের মধ্যে ইয়াবার লেনদেন নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে।এমন খবরে ভিত্তিতে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।পুলিশও নিজেদের আত্বরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।একপর্যায়ে গুলাগুরি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি এলজি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৫০ হাজার ইয়াবা সহ চারজন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।পরে গুলিবিদ্ধ ব্যক্তিদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চার জনকেই মৃত ঘোষনা করে।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মাদক পাচার জিরো ট্রলারেন্স নিয়ে আসার জন্য মাদক ব্যবসায় জড়িত অপরাধী যত বড় প্রভাবশালী ব্যাক্তি হোক না কেন ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ পুলিশের চলমান এই যুদ্ধ থেকে কেউ রেহাই পাবেনা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close