দেশজুড়েপ্রধান শিরোনাম

ডিবি পরিচয়ে ছিনতাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নুরুল আবছারকে (৪৭) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে নগরের ওয়াসা মোড়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে আবছার অস্পষ্ট একটি আইডি কার্ড দেখিয়ে অটো রিকশাযাত্রী সাইফুরকে নামতে বলেন। এ সময় আবছার নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মারধরের ভয় দেখিয়ে নগদ আট হাজার টাকা ও একটি স্যামস্যাং নোট-৮ মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুর রহমান কোতোয়ালী থানায় একটি মামলা করেন।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, আবছার নগরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে টার্গেট অনুযায়ী লোক পেলেই ডিবি পরিচয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। তবে তিনি পুলিশের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামী থানায় একটি ও রাউজান থানায় দুটি মামলা আছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close