দেশজুড়ে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সেপ্টেম্বরে: সাঈদ খোকন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব বলে আমার বিশ্বাস। ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই তা নিয়ন্ত্রণে আছে। বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র খোকন জানান, রাজধানীর ১১টি ওয়ার্ডসহ বেশ কিছু এলাকা এখনো ডেঙ্গুমুক্ত। ১৪, ১৮, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৫, ৫৬ নম্বরসহ ১১টি ওয়ার্ড এবং জিগাতলা, হাজারিবাগ কামরাঙ্গীরচর, ঢাকা কলেজ এলাকা, নিউ মার্কেট, লালবাগ, নবাবপুর, গণকটুলী, ইসলামবাগ, বংশাল, ইংলিশ রোড, পূর্ব জুরাইন এলাকাগুলো ডেঙ্গুমুক্ত।

Related Articles

Leave a Reply

Close
Close