শিল্প-বানিজ্য

‘ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পদ্মা (যশলদিয়ায়) পানি শোধনাগার প্রকল্প থেকে ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এই প্রকল্পটি আমাদের জন্য একটি বড় অর্জন। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন। মঙ্গলবার (১ অক্টোবর) থেকে পরীক্ষামূলকভাবে এই শোধনাগার  থেকে ঢাকায় পানি সরবরাহ করা হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নে স্থাপিত পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, এ প্রকল্পের কল্যাণে ঢাকা শহরের ৪০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের পাশের নদীগুলো গত ৬০ বছরে দূষিত হওয়ায় রাজধানী থেকে এত দূরে এ প্রকল্প স্থাপন করতে হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, ৩ হাজার ৫০৯ কোটি টাকা ব্যয়ে ৯২ একর জায়গার ওপর যশলদিয়ায় পদ্মা পানি শোধনাগার প্রকল্পটি প্রথম পর্বের কাজ বাস্তবায়ন হলে রাজধানী ঢাকায় ৩৫ লাখ মানুষের মধ্যে প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Close
Close