প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে।

একটি ‘সেট’ এর ফলাফল ভুল হয়েছে এমন অভিযোগ পেয়ে প্রকাশিত ফল রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে দুপুরে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ড. তোফায়েল আহমদ বলেন, ‘পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ফল রিভিউ করে দেখি তৃতীয় সেট এ ভুল ছিল। তাই প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে।’

পুনরায় কবে ফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন দিন বা এক সপ্তাহ লাগতে পারে।’

দুপুরে প্রকাশিত ফলে পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close