তথ্যপ্রযুক্তি

তথ্য ফাঁসের দায়ে ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়ল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাতের ঘটনায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৪ সাল থেকে এসব তথ্য হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত ও অপব্যবহারের অভিযোগ নিয়ে এফটিসি গত বছরের মার্চ থেকে তদন্তে নামে। মার্কিন এ নিয়ন্ত্রক সংস্থার কমিশনাররা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতায় ফেইসবুককে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা করেন বলে শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

৩-২ ভোটে এ জরিমানার বিষয়টি অনুমোদিত হয়। রিপাবলিকান কমিশনাররা এ জরিমানার পক্ষে থাকলেও ডেমোক্রেটরা ছিলেন বিপক্ষে, জানায় সূত্রগুলো।

Related Articles

Leave a Reply

Close
Close