জীবন-যাপন

তারাবী নামাজ শুরু করার পর চাঁদ দেখা গেলে কি হবে ?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীসহ সারাদেশের মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলো-ঈদের চাঁদ উঠেছে নাকি ওঠেনি? ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে বসা জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার রাত আটটা বেজে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাঁদ উঠেছে নাকি ওঠেনি এ ঘোষণা দেয়নি।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, এখন পর্যন্ত কমিটির সদস্যরা সভা করছেন, কোনো সিদ্ধান্ত হয়নি।

এশার ওয়াক্ত হয়ে গেছে মুসল্লিরা তারাবি নামাজ পড়বে কিনা- এমনটা জানতে চাইলে তিনি বলেন, নামাজ পড়তে অসুবিধা নেই। চাঁদ দেখার ঘোষণা হলে তারাবি নামাজ নফল হিসেবে গণ্য হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close