বিশ্বজুড়ে

তিউনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

ঢাকা অর্থনীতি ডেস্ক: তিউনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এছাড়া মারাত্মক আহত হয়েছে আরো ১৮ জন। এটাকে দেশের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, এই বাসটি তিউনিশ থেকে বিখ্যাত শৈলশহর এইন দ্রাহাম যাচ্ছিল। আলজারিয়ান সীমান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে। এই ২৪ জনের মধ্যে বেশিরভাগেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এখনও উদ্ধারকাজ চলছে।

সংবাদসংস্থা এএফপি জানায়, বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে তা নদীতে পড়ে। ফলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

ফরেনসিক দল এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনায় শোকের আবহাওয়া তৈরি হয়েছে গোটা তিউনেশিয়া জুড়ে।

/এনএএইচ

Related Articles

Leave a Reply

Close
Close