দেশজুড়ে

তিতাসে বিরল প্রজাতির ৫ লাখ টাকার বিদেশী কবুতর চুরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে প্রায় ২৫ জোড়া বিদেশী কবুতর চুরি হয়েছে। বিরল প্রজাতির এ ২৫ জোড়া জার্মানি কবুতরের দাম প্রায় ৫ লাখ টাকা বলে জানান কবুতর ব্যবসায়ী মোঃ জুয়েল।

শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কবুতরের মালিক মোঃ জুয়েল ১০ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে কবুতরের ব্যবসা করে আসছে। জার্মানী থেকে আমদানিকৃত কবুতর গুলোর নাম হলো ব্লু বারলেস পিস্ট, ক্রিমবার জার্মান ব্লেইস, রেড জার্মান ব্লেইস,ব্লুবার জার্মান ব্লেইস, জার্মান শীল, ইয়েলো জার্মান ব্লেইস, সিলভার বারলেস,লাহোর ইত্যাতি নামের কবুতরগুলো চুরি হয়েছে বলে জানান।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান হঠাৎ করেই এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী তিতাস উপজেলা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে চুরি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও দৃষ্টি আকর্ষণ করেছেন। যারা কবুতর ব্যবসায়ী তাদের আরও সর্তক হওয়া জরুরি।

Related Articles

Leave a Reply

Close
Close