দেশজুড়ে

তুরাগ নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান

ঢাকা অর্থনীতি ডেস্ক: আব্দুল্লাহপুরে তুরাগ নদ সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সকালে আব্দুল্লাহপুরের রেলগেট এলাকা থেকে অভিযান শুরু করেন পাউবো কর্মকর্তারা। এসব এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা হাটবাজার দোকানপাঠ ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তীর সংলগ্ন দেড় কিলোমিটার এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ করবে প্রতিষ্ঠানটি।

অভিযোগ আছে, স্থানীয় নেতাদের মদদে এসব স্থাপনা গড়ে তুলেছে সুবিধাভোগীরা। বারবার তাগাদা দিয়েও তাদের সরানো যায়নি।

সাধারণ মানুষ বলছেন, শুধু উচ্ছেদ করাই যথেষ্ট নয়। কয়েকদিন পর যেন আবার জায়গা দখল না করতে পারে সে ব্যাপারে স্থায়ী পদক্ষেপ নিতে হবে পানি উন্নয়ন বোর্ডকে। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত করা হবে আশ্বাবাদ ব্যক্ত করেন পানি উন্নয়ন বোর্ড।

Related Articles

Leave a Reply

Close
Close