তথ্যপ্রযুক্তি

‘তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে বাংলাদেশ’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০২৩ সালে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-দুই উৎক্ষেপণের পাশাপাশি তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে বাংলাদেশ।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর আইইবি মিলনায়তনে ফাইভ জি নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় তিনি জানান, ২০২১ সালের মধ্যেই ফাইভ জি চালু করতে সক্ষম হবে বাংলাদেশ। দ্রুতগতির এ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে আরও প্রায় ১৯ হাজার টাওয়ার নির্মাণ করতে হবে অপারেটরদের।

এমন অবস্থায় নির্বিঘ্নে গ্রাহকসেবা দিতে তরঙ্গ মূল্য কমিয়ে আনার দাবি জানান অপারেটররা। সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও নীতি প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান, বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।

Related Articles

Leave a Reply

Close
Close