বিশ্বজুড়ে

তৃষ্ণার্ত বিষধর গোখরা সাপের মুখে পানি ঢেলে দিলেন বন কর্মকর্তা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিষধর সাপের তালিকায় গোখরার নাম অন্যতম। সাপটির নাম শুনলেই অনেক সাহসী লোকের বুকে কাঁপন ধরে যায়। অনেকে সাপটিকে পাশ কাটিয়ে নিজেদের বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যেখানে ভয়ানক বিষধর গোখরার কাছে কেউ ঘেঁষতে চায় না, সেখানে এক ব্যক্তি ভয়ানক সাপটিকে পানি পান করিয়েছেন। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতীয় বন দফতরের কর্মকর্তা প্রবীণ কাশওয়ানের টুইটারের ওই ভিডিওটি ২১ মে শেয়ার করেন আইএএস অবনীশ শরণ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, ‘পুরানো ভিডিও: তৃষ্ণার্ত গোখরোকে পানি পান করাচ্ছেন বন দফতরের কর্মকর্তা। এর আগে এই ভিডিও কেউ দেখেনি।

ভিডিওটি শেয়ারের পর ৬৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। এছাড়া ছয় হাজারের বেশি কমেন্ট এসেছে। এক টুইটার ব্যবহারকারী বলেন, কারওয়ার বন বিভাগের কর্মকর্তা সিএন নায়ক গোখরোটিকে পানি পান করিয়েছিলেন। যা অসাধারণ।

ভিডিওটিতে দেখা যায়, বন দফতরের কর্মকর্তা খুব শান্তভাবে তৃষ্ণার্ত গোখরার মুখে পানি ঢেলে তৃষ্ণা নিবারণ করিয়েছেন। গোখরাটিও খুবই শান্তভাবে পানি পান করেছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close