খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর আর নেই

ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ও বর্ণবাদ-পরবর্তী যুগের প্রথম কোচ মাইক প্রক্টর আর নেই। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের সময় জটিলতার কারণে ৭৭ বছর বয়সে মারা গেছেন তিনি। প্রক্টর খেলোয়াড় জীবনে ১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত খেলতে পেরেছিলেন মাত্র ৭টি টেস্ট। সবগুলো টেস্টই ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলে বিশ্বমঞ্চে আর খেলার সুযোগ হয়নি তার।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১ হাজার ৯৩৬ রান এবং ১ হাজার ৪১৭ উইকেট রয়েছে তার নামের পাশে। খেলার ক্যারিয়ার শেষে, কোচিং শুরু করেন প্রক্টর।

উল্লেখ্য, ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকা দল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় ছিলেন প্রধান কোচ। পরের বছর বিশ্বকাপেও ছিলেন দলের দায়িত্বে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close