দেশজুড়েপ্রধান শিরোনাম

দশ দিনে সারা দেশে টিকা গ্রহণ করেছে সাড়ে ১৩ লাখের অধিক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে করোনা টিকাদান শুরু হয়েছে দশ দিন। এই দশ দিনে সারা দেশে টিকা গ্রহণ করেছে ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে আজ টিকা গ্রহণ করেছে মোট ২ লাখ ২৬ হাজার ৯০২ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত দৈনিক তথ্য (সারাদেশ)’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা টিকা গ্রহণের মধ্যে পুরুষের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন। আর নারী রয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন।

মঙ্গলবার দেশজুড়ে টিকা নেওয়াদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন। আর নারী ৭৭ হাজার ১০ জন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৫ জনকে টিকা দেওয়া হয়। এরপরে গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close