দেশজুড়েপ্রধান শিরোনাম

দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য : কমিশনার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন ডিএমপি তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

আজ শনিবার দুপুরে পুরান ঢাকার ঢাকেশ্বরী রোডে লালবাগ বিভাগের ডিসির নতুন কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১০ নম্বর বংশাল রোডস্থ লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close