প্রধান শিরোনামবিশেষ প্রতিবেদন

সাভারে ফেলে যাওয়া বৃদ্ধার দায়িত্ব নিলেন এসিল্যান্ড (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারে স্বজনদের ফেলে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করে তার দায়িত্ব নিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

স্থানীয়দের মতে, শনিবার সকাল থেকে ৬৫ বছরের এই বৃদ্ধা নারীকে সাভারের জয়নাবাড়ি এলাকায় দেখা যায়। করোনা আতঙ্কে ওই নারীর কাছে না গিয়ে প্রশাসনকে খবর দেয় গ্রামবাসী। পরে রাতে উপজেলা প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা যায়, ওই নারীর গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায়।

এ বিষয়ে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি আমরা। তবে নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হবে। পাশাপাশি ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। এছাড়া এই নারীকে করোনা সন্দেহে স্বজনরা ফেলে গেছেন কিনা, সে বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close