দেশজুড়ে

দেয়াল ধসে প্রাণ গেল মুশফিকের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের কোনাবাড়ীতে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে মুশফিক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে কোনাবাড়ী থানার জরুন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

নিহত মুশফিক রাজশাহী জেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকত। আহতরা হলেন- রুবেল, মুক্তা বেগম, মো. জাহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় হঠাৎ রিপন গ্রুপের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার ১৫ ফিট দেয়াল পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির ওপর ধসে পড়ে। এতে ১৮টি কক্ষের ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয়রা ধসে পড়া দেয়ালের নিচ থেকে পাঁচজনকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মুশফিক। অবস্থার অবনতি হওয়ায় আহত তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, ভবন ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দেয়াল ধসে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই শিশুর মায়ের অবস্থাও আশঙ্কাজনক।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close