চাকুরীস্বাস্থ্য

দেশের বাইরে চিকিৎসকদের চাকরির বাজার কমেছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিসিপিসেরর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশেদ আলম বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের দেশের বাইরে একসময় যে বিশাল চাকরির বাজার ছিল তা এখন ভারত, নেপাল, শ্রীলংকা এবং মালদ্বীপের মতো দেশের দখলে।

তিনি বলেন, বিসিপিএস নিরাপদ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিসিপিএসের ডিগ্রি এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। দেশের বাইরে বাংলাদেশের চিকিৎসকরা আগের অবস্থান আবারো ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ক্যাম্পাসে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সিপিডি গ্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথমবারের মত চট্টগ্রামে এ কর্মসূচি আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. টিপু সুলতান, ডা. এস এম তারেক, ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. আশরাফ আলী, ডা. আমিনুল ইসলাম, ডা. মিজানুর রহমান, ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. নুর হোসেন ভূঁইয়া, ডা. ওয়াজি আহমেদ, ডা. রওশন মোরশেদ, ডা. সিরাজুন নুর রোজি, ডা. শামিমা সিদ্দিকা রোজি, ডা. রাশেদা সামাদ, ডা. শাহেনা আক্তার, ডা. কামরুল ইসলাম, কামরুল হাসানসহ চট্টগ্রামের ১৭টি চিকিৎসা বিজ্ঞান সম্পৃক্ত প্রতিষ্ঠানের ৪ শতাধিক পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক অংশগ্রহণ করেন।

সিপিডিতে (কনটিনিউয়িং প্রফেশনালস ডেভেল্পমেন্ট) আয়োজিত ওই অনুষ্ঠানে ডা. মুসলেনা আক্তার ও ডা. রোকসানা আহমেদ প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বিসিপিএসের সিপিডি কমিটির চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. শেখ জিন্নাত আরা নাসরিন, ডা. ইফফাত আরা, ডা. শাহানারা চৌধুরী, ডা. প্রণব কুমার চৌধুরী, ডা. আমির হোসেন বক্তব্য রাখেন।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close