দেশজুড়েপ্রধান শিরোনাম

দেশের ৬৮ কারাগারে বন্দীদের সকালের খাবারের তালিকা পরিবর্তন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ২শ’ ২৯ বছরের ইতিহাসে আজ থেকে প্রথমবারের মতো দেশের ৬৮ কারাগারে আটক বন্দীদের সকালের খাবারের তালিকা পরিবর্তন করেছে কারা অধিদফতর।

এতোদিন কারাবন্দিদের সকালের খাবারে মেন্যু হিসেবে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য বরাদ্দ ছিল ১১৬.৬৪ গ্রাম আটার রুটি ও ১৪.৫৮ গ্রাম আখের গুড় এবং বিচারাধীন বন্দির জন্য ৮৭.৪৮ গ্রাম আটার রুটি ও ১৪.৫৮ গ্রাম আখের গুড় বরাদ্দ ছিল যা বন্দিদের জন্য অপ্রতুল ছিল। বন্দিদের স্বাস্থ্য ও পুষ্টির কথা বিবেচনা করে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় সকালের নাস্তা পরিবর্তনে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন। তবে এতে আর্থিক বিষয় সংশ্লিষ্ট থাকায় কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার পর এই সিদ্ধান্ত নতুন অর্থবছরের প্রথম থেকে কার্যকর হচ্ছে আজ।

সকালের খাবার হিসাবে নতুন মেন্যুতে যা থাকছে:
সপ্তাহে ২ দিন  ভুনা খিচুড়ি
সপ্তাহে ৪ দিন সবজি-রুটি
সপ্তাহে ১ দিন হালুয়া-রুটি

আজ রবিবার (১৬ জুন) সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সকালের নাশতার মেন্যু পরিবর্তন উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ খাবার আজ থেকেই একযোগে সারা দেশের কারাগারগুলোতে বন্দিদের দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close