আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

দেশে এলপিজির দাম কমল

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। দেশে এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ৩৩৫ টাকা লাগবে। এতদিন এজন্য দিতে হচ্ছিল ১ হাজার ৪৩৯ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ১০৪ টাকা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার ( ৫ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এ সংস্থা। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১১ টাকা ২৬ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমেছে। আগে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৯ টাকা ৯৪ পয়সা।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬২ টাকা ২১ পয়সা, যা আগে ছিল ৬৭ টাকা ২ পয়সা।

Related Articles

Leave a Reply

Close
Close