দেশজুড়েপ্রধান শিরোনাম

দেশে গণটিকা কার্যক্রম শুরু

ঢাকা অর্থনীতি ডেস্ক: সারা দেশে ফের শুরু গণটিকা কার্যক্রম। রাজধানীর সাত কেন্দ্রে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের টিকা।

এছাড়া রাজধানীসহ দেশের অন্যান্য কেন্দ্রে দেওয়া হবে চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা।

মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী, আইএইচটি-ম্যাটস এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবেন। এছাড়া অন্যান্য অগ্রাধিকার তালিকাভুক্তরাও নিবন্ধন করে এই টিকা নিতে পারবেন। নিবন্ধন করেও আগে টিকা পাননি, তারাও এবার টিকা পাবেন।

এদিকে, সিনোফার্মের টিকা দেওয়া হবে রাজধানীর ৪০টি কেন্দ্রে। পাশাপাশি ঢাকার সাতটি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ শয্যার হাসপাতালে এই টিকা দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close