প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গেল ৯ মাসে তা বেড়েছে প্রায় সাড়ে ৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সঙ্গে রফতানি আয় বেড়েছে। এ কারণে রেকর্ড হয়েছে রিজার্ভে।

প্রবাসীরা বলছেন, বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কাজে ফিরছেন নিয়মিত শ্রমিকরা। বিশ্লেষকরা বলছেন, বিদেশের চেয়ে দেশের ব্যাংকে সঞ্চয় লাভজনক হওয়ায় টাকা পাঠানোর পরিমাণ বাড়ছে। বিপরীতে আমদানি হ্রাস ও বিদেশি ঋণের প্রভাবে এ রেকর্ড হয়েছে।

করোনাকালে উৎপাদনসহ অর্থনীতির অনেক ক্ষেত্রেই যখন নেতিবাচক ধারা তখনও নিজ গতি ধরে রেখেছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৬৭১ কোটি ৩১ লাখ ডলার। বছরের ব্যবধানে প্রবৃদ্ধি ৪৮ দশমিক ৫৭ শতাংশ।

২০২০-২১ অর্থবছরের এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স আসে জুলাইয়ে। আগস্টে কিছুটা কমলেও প্রবাসী আয়ের গতি ফিরে সেপ্টেম্বর মাসে। বিশ্লেষকরা বলছেন, বিদেশে ব্যাংক আমানতের সুদহার কম এর বিপরীতে সরকারি প্রণোদনার সুযোগ নিতেই, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ প্রবাহ বাড়ছে।

রেমিট্যান্স প্রবাহ ও রিজার্ভের ইতিবাচক গতি ধরে রাখতে হয়রানি কমিয়ে দক্ষ জনবল বিদেশি পাঠানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close