ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে শিশু ধর্ষণ: ইমামসহ দুজনের সাজা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মামলায় ঢাকার ধামরাই এলাকার এক মসজিদের ইমামসহ দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইমাম সেলিম হোসেন ও তার সহযোগী জামাল। দুজনকে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)(৭) ধারায় কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সেলিম হোসেন ধামরাই থানার বাসনা গ্রামের মিরাজ হোসেনের ছেলে। জামাল একই থানার দিঘল গ্রামের বছর উদ্দিন ওরফে বুদ্ধুর ছেলে।

রায় ঘোষণাকালে জামাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ইমাম সেলিম হোসেন জামিন নিয়ে পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ারুল কবীর বাবুল এসব তথ্য জানান।

প্রসঙ্গত, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশু মসজিদের মক্তবে পড়তে গেলে ধামরাই এলাকার ওই মসজিদের ইমাম সেলিম তাকে ফুসলিয়ে নিজ কক্ষে নিয়ে যায়। পরে সেলিম শিশুটিকে ধর্ষণ করে আর তার সহযোগী জামাল ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে। পরে ওই দুজন ২০১৪ সালের ২৬ মে ধর্ষণের ভিডিও এলাকায় ছড়িয়ে দেয়। ওই ঘটনায় ভিকটিমের বাবা ধামরাই থানায় মামলা দায়ের করেন। দণ্ডিতদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে পৃথক মামলাটি বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close