দেশজুড়েপ্রধান শিরোনাম

মানিকগঞ্জে নৌকা প্রতিকের কর্মীর বাড়িতে আগুন

ঢাকা অর্থনীতি ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে নৌকা প্রতিকের এক কর্মী খোকন মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ আনারস প্রতিকের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে দাবি নৌকা প্রতিকের কর্মী খোকন মিয়ার।

শুক্রবার ভোর রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদি পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে গোয়ালঘরে থাকা দুটি গরু এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জামির্ত্তা ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নৌকা মনোনীত প্রার্থীর কর্মী খোকন মিয়া বলেন, জামির্ত্তা ইউনিয়নে নৌকার প্রার্থী হেরে যাওয়ার পরপরই তাকেসহ একাদিক নৌকার কর্মীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় বিজয়ী আনারস প্রতিকের নেতাকর্মীরা। এরপর যে যার বাড়িতে চলে যায়।

পরে ভোর পৌণে ৪টার দিকে থাকার ঘরের পাশে গবাদিপশুর থাকার ঘরে প্রতিপক্ষের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়। এসময় চোখের পলকেই পুড়ে যায় গোয়াল ঘরে থাকা দুটি গরু এবং নিজের ব্যবহৃত একটি ডিসকাভার মোটরসাইকেল। এরপর প্রতিবেশিদের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আধাপাকা ঘরের টিনের চালা, গরু ও মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে মন্তব্য করেন খোকন মিয়া।

সিঙ্গাইর উপজেলার শান্তিপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালিদ মনসুর বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। এ বিষয়ে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close