ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে ৪ ইট ভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ ধামরাইয়ে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৪ টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটাগুলোকে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয় ও সেই সাথে ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জরিমানাকৃত ভাটাগুলো হল, হোসেন ব্রিকস্, ঈগল ব্রিকস্, খান ব্রিকস্ সহ মোট চারটি।

বুধবার (৬ নভেম্বর) সকালে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

তিনি জানান, এ অভিযান চলমান প্রক্রিয়া এর অংশ হিসেবে আজ ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য চারটি ইট ভাটাকে সর্বমোট ৪৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close